নিষেধাজ্ঞা তুলে নিলেই পরমাণু চুক্তির বিষয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব: ইরান

|

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা তুলে নিলেই পরমাণু চুক্তির বিষয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব বলে মন্তব্য করেছে ইরান। আন্তর্জাতিক গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদুল্লাহিয়ান।

তিনি বলেন, পরমাণু ইস্যু নিয়ে বৈশ্বিক শক্তিগুলোর সাথে চুক্তির বিষয়টি পুরোপুরি নির্ভর করছে পশ্চিমাদের সদিচ্ছার ওপর। পরমাণু চুক্তি আবারও কার্যকর হোক সেটি ইরান চায়। কিন্তু সেক্ষেত্রে তেহরানের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছেন, তা চুক্তির বিরোধী বলেও উল্লেখ করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী।
আরও পড়ুন: প্রেরণের ৭৬ বছর পর ঠিকানায় পৌঁছালো চিঠি
২০১৫ সালের পরমাণু চুক্তিকে সচল করতে ভিয়েনায় অষ্টম দফার বৈঠক চলছে। ২০১৮ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই চুক্তি থেকে বেরিয়ে আসার পর তা অকার্যকর হয়ে পড়ে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply