নিজের মালিকানাধীন ক্লাব ক্রুজেইরোর সমর্থকদের রোষের মুখে পড়েছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও। এসময় তাকে মোটু বলে ক্ষেপানো হয়।
১ মাসও পেরোয়নি নিজ দেশ ব্রাজিলের ক্লাব ক্রুজেইরোর মালিকানা কিনেছেন রোনালদো। তবে বহুদিন ধরে খেলা দলটির গোলকিপার ফাবিওর সাথে ‘নতুন প্রশাসনে’র চুক্তি সম্পর্কিত ঝামেলার কারণে ক্ষেপেছেন ক্লাবটির সমর্থকরা। শত শত সমর্থক মিছিল করেছেন ক্লাবের অনুশীলন মাঠের বাইরে। এসময় তারা স্লোগান দেন ‘মোটা রোনাল্ডো! বাইরে এসো, সবকিছুর ব্যাখ্যা দাও!’ বলে।
ক্রুজেইরোর সমর্থকদের উদ্দেশে খোলা চিঠিতে ফাবিও জানিয়েছেন, আমার চুক্তি নবায়নের ব্যাপারে ক্লাবের আগের প্রশাসনের সঙ্গে সমঝোতা হয়েছে। কিন্তু এ নতুন প্রশাসন আমাকে সে সুযোগ দিচ্ছে না।
আরও পড়ুন: ‘চার-পাঁচজন সিনিয়র ছাড়া ভালো ক্রিকেটার নেই; মিথ্যা প্রমাণিত হয়েছে নিউজিল্যান্ডে’
১৯৯৩-৯৪ মৌসুমে রোনালদোর পেশাদার ফুটবলে অভিষেকই হয়েছিল ক্রুজেইরোর হয়ে। এই ক্লাবের হয়ে প্রথম মৌসুমেই ১৪ ম্যাচে ১২ গোল করায় ইউরোপের বড় বড় ক্লাবগুলোর নজরে আসেন ব্রাজিল তারকা। পরের মৌসুমে আর ক্লাবটির হয়ে খেলা হয়নি তার। যোগ দেন নেদারল্যান্ডসের ক্লাব পিএসভি আইন্দহফেনে।
জেডআই/
Leave a reply