বিশ্বব্যাপী বেড়েই চলেছে করোনার সংক্রমণ শনাক্তের হার। একদিনে, ২৬ লাখ ৯৫ হাজারের বেশি মানুষের শরীরে মিললো ভাইরাসটি।
এ তালিকায় শীর্ষ অবস্থানে আছে যুক্তরাষ্ট্র। দেশটির সাড়ে ৮ লাখ মানুষের দেহে নতুনভাবে মিললো করোনা। একদিনেই দেশটিতে প্রাণ হারিয়েছেন দু’হাজারের বেশি মানুষ। পরের অবস্থানেই রয়েছে ফ্রান্স। মাত্র দু’দিনের ব্যবধানে দেশটিতে আবারও ৩ লাখ ৩০ হাজারের মতো মানুষের দেহে শনাক্ত হলো ভাইরাসটি।
আরও পড়ুন: আন্তর্জাতিক যাত্রীদের কোরেন্টাইন বাধ্যতামূলক ভারতে
এদিকে, করোনার তৃতীয় ঢেউয়ে বিপর্যস্ত গোটা ইউরোপ। প্রাণহানি কম হলেও, ব্রিটেন-ইতালি-স্পেনে দিনে লাখ থেকে পৌণে দু’লাখ করোনা শনাক্ত হচ্ছে। সারা বিশ্বে, মহামারিতে এ পর্যন্ত প্রাণ গেছে ৫৪ লাখ ৯৭ হাজারের মতো মানুষের। মোট শনাক্ত ৩০ কোটি ৩৬ লাখের বেশি।
এসজেড/
Leave a reply