রাতে আলাদা ম্যাচে নামবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ

|

রাত দুইটায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। এর আগে রাত সাড়ে ১১ টায় গ্রানাডার আতিথ্য নেবে বার্সেলোনা।

নতুন কোচ জাভি হার্নান্দেরজের অধীনে ঘুরে দাড়ানোর প্রত্যয় বার্সেলোনার। সেই পথে নিজেদের লা লিগার পাশাপাশি সবশেষ কোপা দেলরের ম্যাচেও জয় পেয়েছে দলটি। গ্রানাডাকে হারাতে পারলে পয়েন্ট টেবিলের তিনে উঠে আসবে বার্সেলোনা।

পরিসংখ্যান বলছে ১৮ বারের মুখোমুখি দেখায় বার্সার জয় ১৪ বার। যদিও শেষ দুই ম্যাচে গ্রানাডার বিপক্ষে হার আর ড্র চিন্তার কারণ হতে পারে জাভির। ১৯ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে অবস্থান কাতালানদের। আর সমান ম্যাচে ১৩ নাম্বারে আছে গ্রানাডা।

আরও পড়ুন : ফিফা বর্ষসেরার দৌড়ে মেসি, বাদ পড়েছেন রোনালদো-নেইমার

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply