আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জরুরি ত্রাণ সহায়তা চাইলেন আফগানিস্তানের উপ-প্রধানমন্ত্রী আব্দুল গনি বারাদার। শুক্রবার (৭ জানুয়ারি) সহায়তার আবেদন জানান এ তালেবান নেতা।
তিবি বলেন, তীব্র মানবিক সংকটে আফগানিস্তান। বেশির ভাগ মানুষ ভুগছে খাদ্য, বাসস্থান ও বস্ত্রের অভাবে। এমন পরিস্থিতি থেকে উত্তরণে বিশ্ব সম্প্রদায়কে মানবিক সহায়তার ডাক দিয়েছেন এ নেতা।
এ সময় বিশ্ব রাজনীতির কর্ণধারদের রাজনৈতিক পক্ষপাতদুষ্ট আচরণ না করারও আহ্বান জানান তিনি।
প্রসঙ্গত, গত বছরের আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকেই ত্রাণ সহায়তা বন্ধ করে দিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। এতে তীব্র মানবিক বিপর্যয়ে দেশটির অর্ধেকের বেশি বাসিন্দা। বেড়েছে মুদ্রাস্ফীতি ও বেকারত্ব।
/এডব্লিউ
Leave a reply