স্টাফ রিপোর্টার, পটুয়াখালী:
ঢাকার তুরাগ এলাকায় স্ত্রীর সাথে পরকিয়ার জেরে বন্ধুর হাতে বন্ধু খুন হয়েছে। এ সংক্রান্ত মামলার প্রধান আসামি মো. ইমাম হোসেন ওরফে হৃদয়কে এরইমধ্যে গ্রেফতার করেছে র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা।
শুক্রবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে আমতলী উপজেলার গাজীপুর এলাকা থেকে হৃদয়কে গ্রেফতার করা হয়েছে বলে শনিবার দুপুরে প্রেস বিফ্রিংয়ে জানায় র্যাব। হৃদয় কুমিল্লার মুরাদনগর থানার ময়নামতি এলাকার মো. ইসমাইল হোসেনের ছেলে। গার্মেন্টসে কর্মরত থাকায় রাসেল আর হৃদয়ের সাথে বন্ধুত্ব সম্পর্ক গড়ে উঠে।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত ৪ জানুয়ারি সন্ধ্যায় তুরাগ এলাকার বস্তিতে নিজ ঘরে গিয়ে বন্ধু ও স্ত্রীকে আপত্তিকর অবস্থায় দেখতে পায় রাসেল। এ সময় হাতাহাতির এক পর্যায়ে ঘরে থাকা একটি ছুরি দিয়ে রাসেলকে কুপিয়ে জখম করে বন্ধু হৃদয়। এ সময় হৃদয়ের স্ত্রী আখিনুর এগিয়ে আসলে তাকেও জখম করা হয়।
পরে সেখান থেকে পালিয়ে কুয়াকাটায় চলে আসে হৃদয়। এক পর্যায়ে স্থানীয়রা রাসেল ও আখিনুরকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়। এ সময় কর্তব্যরত ডাক্তার রাসেলকে মৃত ঘোষণা করেন। পরদিন রাসেলের বাবা বাদী হয়ে হৃদয়কে আসামি করে একটি মামলা দায়ের করেন।
পরবর্তীতে র্যাব তথ্যপ্রযুক্তি ব্যবহার করে হৃদয়ের অবস্থান চিহ্নিত করে শুক্রবার রাতে আমতলী থেকে তাকে গ্রেফতার করে।
এসজেড/
Leave a reply