বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ১৪৪ ধারা দিয়ে আর লাভ হবে না: আমীর খসরু

|

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ১৪৪ ধারা দিয়ে লাভ হবে না। ধারার সময় শেষ হয়ে গেছে। অন্য জায়গার মতো ব্রাহ্মণবাড়িয়াতেও ধারা কাজ হয়নি। জোয়ার শুরু হলে এসব বাঁধ দিয়ে রাখা যায় না। শনিবার (৮ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি দলের নেতাকর্মীদের সাহসের সাথে আগামী দিনগুলোতে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, সরকার এখন আলোচনায় বসছে। এ আলোচনা ভোট চুরির প্রক্রিয়ার অংশ। তাই আমাদের সাহসের সাথে আগামী দিনে এগিয়ে যেতে হবে। পৌর এলাকায় ১৪৪ ধারা জারি থাকায় সদর উপজেলার নাটাইয়ের বটতলী এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য মো. হাফিজুর রহমান মোল্লা। কেন্দ্রীয় বিএনপি নেতা খালেদ হোসেন মাহবুব শ্যামলের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। এ সময় বক্তব্য রাখেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা ও চেয়ারপারসনের উপদেষ্টা একরামুজ্জামান সুখেনসহ অনেকে।

আরও পড়ুন: ‘যে রাজাকারের বাচ্চা বঙ্গবন্ধুর বিরুদ্ধে তাকে বাংলাদেশে থাকতে দেয়া হবে না

প্রসঙ্গত, ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি ও ছাত্রলীগ একই স্থানে সমাবেশ ডাকায় শনিবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রসাশন। সকাল থেকেই সমাবেশস্থলসহ শহরের ৫৬টি পয়েন্টে ৫১০ জন পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। বন্ধ রয়েছে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সভা, সমাবশে ও গণজমায়েত। এখন পর্যন্ত কোথাও কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply