বরিশালের বাকেরগঞ্জে কলেজ অধ্যক্ষকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে। শিক্ষকের নামে আপত্তিকর পোস্টার সাঁটানো হয়েছে এলাকাজুড়ে। প্রতিবাদে আন্দোলনে নেমেছে প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা। তবে এসব অভিযোগকে ষড়যন্ত্র বলে দাবি করেছেন ওই চেয়ারম্যান।
বেশ কিছুদিন আত্মগোপনে ছিলেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়ন চেয়ারম্যান সহিদুল ইসলাম। মাথার ওপরে জমি জালিয়াতি মামলায় গ্রেফতারি পরোয়ানা। জামিন পেয়ে গেল পহেলা জানুয়ারি স্থানীয় হযরত আলী ডিগ্রি কলেজে যান তিনি। অভিযোগ, সেদিনই নিয়োগ ও গভর্নিং বডি নিয়ে নানা সমালোচনা করে অধ্যক্ষ জাকির হোসেনকে লাঞ্ছিত করেন চেয়ারম্যান।
এঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে বাধে আরও বিপত্তি। পুরো ইউনিয়নজুড়ে লাগানো হয় আপত্তিকর পোস্টার। প্রতিবাদে মাঠে নেমেছে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষকরাও। এ ঘটনায় চেয়ারম্যানের বিচারের দাবি জানিয়েছেন তারা।
তবে অভিযোগ যার নামে, সেই চেয়ারম্যান সহিদুল ইসলাম হাওলাদারের দাবি, সবই তার রাজনৈতিক প্রতিপক্ষের অপপ্রচার।
এ ঘটনায় বাকেরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন অধ্যক্ষ জাকির হোসেন।
/এডব্লিউ
Leave a reply