বাণিজ্যমেলায় আগ্রহের কেন্দ্রে ফার্নিচার

|

বাণিজ্যমেলায় ক্রেতাদের আগ্রহের কেন্দ্রে ফার্নিচার। নামিদামি কোম্পানিগুলো প্রদর্শন করছে আধুনিক ডিজাইনের সব আসবাবপত্র। যা দেখে খুশি মেলায় আশা দর্শনার্থীরা। দামের সাথে পণ্যের গুণগত মানও যাচাই করে দেখছেন তারা। আর বিক্রেতারা ক্রেতা আকর্ষণে দিচ্ছেন বিশেষ ছাড়।

খাট, ডায়নিং টেবিল, সোফা, আলমারি ড্রেসিং টেবিল সবই পাওয়া যাচ্ছে এখানে। আধুনিক ডিজাইনের দৃষ্টিনন্দন এসব ফার্নিচার নজর কাড়বে যে কারো। এখন মেলার শুরুর দিকে খুব বেশি বেচাকেনা না থাকলেও বিক্রেতাদের আশা সামনের দিনগুলোতে বিক্রি বাড়বে।

তবে এবারের মেলায় জায়গা বরাদ্দ কম পাওয়ায় পণ্যের প্রদর্শন হচ্ছে আগের চেয়ে কম। যে কারণে কোম্পানিভেদে পণ্যের গুণগত মানের তুলনা করার সুযোগও কম।

বিক্রেতারা বলছেন, সাপ্তাহিক ছুটির দিনে ক্রেতা-দর্শনার্থী বেশি থাকলেও অন্যান্য দিনগুলোতে এখনও ক্রেতা-দর্শনার্থীর ভিড় কম। দিন গড়ানোর সাথে ক্রেতা সমাগত আরও বাড়বে বলে আশা তাদের। আর ক্রেতা আকর্ষণে এবারের বাণিজ্য মেলায় ফার্নিচারভেদে ১০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে কোম্পানিগুলো।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply