বড়দিনের ছুটি কাটাতে বার্সেলোনাতে গিয়ে করোনা আক্রান্ত হন মেসি। সুস্থ হয়ে মেসি প্যারিসে ফেরার পর লিঁওর বিপক্ষে ম্যাচে তার সার্ভিস পাওয়ার যাবে এমনটাই প্রত্যাশা ছিলো পিএসজি ভক্তদের। তবে করোনা মুক্ত হলেও ডার্বি ম্যাচে অলিম্পিক লিঁওর বিপক্ষে মাঠে নামছেন না লিওনেল মেসি।
কোভিড পরবর্তী সময়ে মেসিকে শতভাগ সুস্থ হতে সুযোগ করে দিতেই তাকে লিঁওর বিপক্ষে ম্যাচে না রাখার সিদ্ধান্ত নিয়েছে প্যারিসের ক্লাবটি। মেসি সুস্থ হলেও এখনও আইসোলেশনে আছেন ডি মারিয়া, জুলিয়ান ড্রাক্সলার, দানিলো পেরেইরা, লেভিন কুরজাওয়া ও গোলরক্ষক দোন্নোরুম্মা।
এর আগে রোববার (২ জানুয়ারি) কোভিড-১৯ টেস্টে পজেটিভ শনাক্ত হন আর্জেন্টাইন সুপারস্টার। তবে তিনদিনের মাথায় কোভিড-১৯ নেগেটিভ রিপোর্ট পেয়ে যান। নেগেটিভ রিপোর্ট পেয়ে আর দেরি করেননি তিনি। পরিবার নিয়ে ব্যক্তিগত বিমানে করে ফ্রান্সের উদ্দেশে উড়াল দেন।
Leave a reply