প্রতি বছর জানুয়ারির শেষ সপ্তাহে ভারতের বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। তবে এবারে এই অধিবেশন শুরুর আগেই দেশটির পার্লামেন্টে ৪০২ জন কর্মীর করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। সংবাদ সংস্থা এএনআই এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।
একটি সরকারি সূত্রের বরাত দিয়ে এএনআই জানিয়েছে, পার্লামেন্টের মোট ১ হাজার ৪০৯ জনের কোভিড পরীক্ষা করানো হয়। তার মধ্যে ৪০২ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। গত ৪ থেকে ৮ জানুয়ারির মধ্যে ওই পরীক্ষার রিপোর্ট আসে।
করোনা পজেটিভ ৪০২ জনের মধ্যে আছে লোকসভার ২০০ জন এবং রাজ্যসভার ৬৯ জন। পার্লামেন্ট ভবনের মধ্যে যারা কাজ করেন, তাদের মধ্যেই ৪০২ জন সংক্রমিত। সংসদ ভবনের বাইরে যারা কাজ করেন, তাদের মধ্যে কারা সংক্রমিত, তা উল্লেখ করা হয়নি এই তালিকায়।
এদিকে, ভারতে ক্ষমতাসীন ও বিরোধী দলগুলোর বহু নেতা-কর্মীও করোনা পজেটিভ হয়েছেন সম্প্রতি। কেউ এরই মধ্যে সুস্থ হয়েছেন, কারোর চিকিৎসা এখনও চলমান। এ অবস্থায় অধিবেশ নিয়ে শঙ্কায় সংশ্লিষ্টরা।
এসজেড/
Leave a reply