গাজিপুর প্রতিনিধি:
যতদিন সম্ভব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখতে চাই, আজকে জাতীয় পরামর্শক কমিটির সভা শেষে সিদ্ধান্ত নেয়া হবে। স্বাস্থ্য সুরক্ষা বিষয়টি মাথায় রেখে প্রয়োজনে বন্ধ করা হবে শিক্ষাপ্রতিষ্ঠান বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
রোববার (৯ জানুয়ারি) দুপুরে সাভারের আশুলিয়ার দত্তপাড়া এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৯ম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন তিনি।
এ সময় শিক্ষামন্ত্রী আরও বলেন, এখনও ১২ বছরের কম বয়সীদের ভ্যাকসিন দেয়ার বিষয়ে কোন সিদ্ধান্ত নেয়া হয়নি।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের প্রতিনিধি হিসেবে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এবারের সমাবর্তনে স্নাতক ও স্নাতকোত্তর মোট ১২১৬৮ জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়। এছাড়াও অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ১২ জন গ্র্যাজুয়েটকে স্বর্ণপদক প্রদান করা হয়। এবারের সমাবর্তনকে স্মরণীয় করে রাখতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দুটি নতুন স্বর্ণ পদক ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী স্বর্ণপদক’ এবং ‘শেখ মুজিবুর রহমান স্বর্ণপদক’ প্রবর্তন করেছে।
আরও পড়ূন- করোনা নিয়ন্ত্রণে দক্ষিণ এশিয়ায় প্রথম বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী
এনবি/
Leave a reply