Site icon Jamuna Television

নরসিংদীতে ভুয়া এমবিবিএস ডাক্তার আটক

ছবি: সংগৃহীত

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর পলাশ উপজেলায় লুৎফর রহমান নামে এক ভুয়া চিকিৎসককে আটক করে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৯ জানুয়ারি) দুপুরে উপজেলা বিএডিসি বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া জানান, অভিযুক্ত লুৎফর রহমান দীর্ঘদিন ধরে এমবিবিএস নাম ব্যবহার করে চিকিৎসার নামে রোগীদের সাথে প্রতারণা করে আসছে। হোমিও চিকিৎসকের সাথে এমবিবিএস চিকিৎসক ব্যবহার করে ব্যক্তিগত চেম্বার দিয়ে রোগীদের চিকিৎসাসহ অনুমোদন ছাড়া বিভিন্ন ওষুধ তৈরি ও বিক্রি করে আসছেন তিনি।

তিনি বলেন, অভিযানে ওই ভুয়া চিকিৎসককে নগদ ৩০ হাজার টাকা জরিমানাসহ চেম্বারটি সিলগালা করে দেয়া হয়েছে। এছাড়া অনুমোদনহীন বিভিন্ন ওষুধ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ইউএইচ/

Exit mobile version