নিউইয়র্কে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড, নিহত কমপক্ষে ১৯

|

ছবি: সংগৃহীত

নিউইয়র্কের ব্রঙ্কসের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন, আহত হয়েছে আরও ৬৩ জন।

রোববার (যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়) সকাল ১১ টায় ট্রেমন্ট সেসনের ৩৩৩ ইস্ট, ১৮১ স্ট্রিটের একটি ১৯ তলা ভবনের ৩য় তলার ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টে আগুনের সূত্রপাত ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ফায়ার সার্ভিসের প্রায় ২০০ সদস্য আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন।

সংবাদ সম্মেলনে এফডিএনওয়াই কমিশনার ড্যানিয়েল নিগ্রো বলেন, ৩২ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে, এতে কমপক্ষে ৬৩ জন আহত হয়েছে।

নিগ্রো আরও জানান, আহতদের অনেককেই বিভিন্ন তলার সিড়ি থেকে উদ্ধার করা হয়েছে, এদের মধ্যে অনেকেরই কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, তীব্র ধোঁয়ার মধ্যে শ্বাস নেয়ার ফলে তারা অসুস্থ হয়ে পড়েছেন।

সূত্র: সিএনএন, এনবিসি


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply