উত্তপ্ত কাজাখস্তানে নিহত ১৬৪, আটক ৬ হাজারের বেশি

|

ছবি: সংগৃহীত

কাজাখস্তানে চলমান বিক্ষোভ-সহিংসতায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৬৪ জন। এক সপ্তাহেই আটক হয়েছেন ৬ হাজারের বেশি মানুষ।

রোববার (৯ জানুয়ারি) দেশটির প্রেসিডেন্টের কার্যালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

প্রেসিডেন্টের কার্যালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়, নিহতদের ১০৩ জনই আলমাতি শহরের বাসিন্দা। এতদিন সরকারিভাবে বলা হচ্ছিলো, সহিংসতায় ২৬ জন ‘সশস্ত্র সন্ত্রাসী’ প্রাণ হারিয়েছেন। পরিস্থিতি মোকাবেলায় নিরাপত্তা বাহিনীর ১৬ সদস্য নিহত হয়েছেন।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, সহিংসতায় ১৯ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের সম্পদহানি হয়েছে। একই সময়, শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান, ব্যাংকে হামলা ও লুটপাট চালানো হয়। ভাঙচুর করা হয়েছে চার শতাধিক যানবাহন।

উল্লেখ্য, চলতি বছরের প্রথমদিন কাজাখস্তানে তরল পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম দ্বিগুণের বেশি বাড়ানো হয়। তাতেই দেশজুড়ে ছড়ায় বিক্ষোভ। সেটি নিয়ন্ত্রণে বর্তমানে দেশটিতে কাজ করছে রুশ নেতৃত্বাধীন সেনাবহর।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply