মেয়ের সন্ধান চেয়ে মায়ের সংবাদ সম্মেলন

|

টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলাতয়নে সংবাদ সম্মেলন করে নিখোঁজ মিরা খাতুনের পরিবার।

স্টাফ করেসপন্ডেন্ট, টাঙ্গাইল:

টাঙ্গাইলের ভুয়াপুরের ফলদা হিন্দুপাড়ায় কিস্তি আদায়ের জন্য গিয়ে গত বছরের ২০ নভেম্বর থেকে নিখোজঁ হোন মিরা খাতুন। দীর্ঘ দেড় মাস পার হলেও এখনো কোনো খোঁজ নেই তার। নিখোঁজের দিন ভুয়াপুর থানায় সাধারণ ডায়েরি করা হলেও এখনো কোনো তথ্য দিতে পারিনি পুলিশ। তাই মেয়ের সন্ধান চেয়ে সোমবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলাতয়নে সংবাদ সম্মেলন করে মিরা খাতুনের পরিবার।

সংবাদ সম্মেলনে মিরা খাতুনের মা হুসনেয়ারা বেগম লিখিত বক্তব্যে বলেন, প্রতিদিনের মতো আমার মেয়ে তার অফিস ভুয়াপুরের ফলদা শাখা থেকে কিস্তি উত্তোলনের জন্য বের হয়ে যায়। পরে সে মাইজবাড়ি, ঝনঝনিয়া থেকে কিস্তি আদায় করে। এরপর চন্ডিপুর ও হিন্দুপাড়া কিস্তি আদায় করার জন্য যাবার সময় নিখোঁজ হয় সে। এরপর তাকে আর পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, ওই দিন রাত অনুমানিক ৯টার দিকে ভুয়াপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন এসএসএস ফলদা শাখার ম্যানেজার বন্যা আক্তার। পরে দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখনো কোনো প্রকার সহযোগিতা পাইনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মিরা খাতুনের স্বামী রাজিব মিয়া, বড় ছেলে মিরাজ ও ছোট ছেলে মুকিত।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply