আগামী ১৯ অক্টোবর উদ্বোধন হতে যাচ্ছে শাওমির নতুন ফোন 11T Star। ভারতের বাজারে ফোনটি সর্বপ্রথম উন্মুক্ত করা হবে বলে সোমবার (১০ জানুয়ারি) শাওমির পক্ষ থেকে এক টুইট বার্তায় জানানো হয়। গত বছর এটি ইউরোপের বাজারে উন্মুক্ত করে শাওমি। এবার এশিয়ার বৃহত্তম বাজার ভারতে উন্মুক্ত হতে যাচ্ছে। ৫জি নেটওয়ার্ক সুবিধা সম্বলিত এ ফোনে রয়েছে ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা।
শাওমির নতুন এই ফোনটির দামও কম নয়। বাংলাদেশি টাকায় প্রায় ৬৩ হাজার।
এই সিরিজের অন্য ফোনটিগুলোতে রয়েছে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ সুবিধা। তবে এটিকে আরও আপডেট করা হচ্ছে। র্যাম না বাড়লেও স্টোরেজ সুবিধা করা হচ্ছে ২৫৬ জিবি। ভারতীয় মুদ্রায় এর দাম ৫৮ হাজার ৭০০ টাকা।
আরও পড়ুন: ফাঁস হয়ে গেল অ্যান্ড্রয়েড-১৩ এর ফিচার, জেনে নিন কী কী যোগ হয়েছে
ইউরোপ ভিত্তিক শাওমি Xiaomi 11T Star স্মার্টফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চি ১০ বিট অ্যামোলেড ডিসপ্লে সাথে ১২০ হার্জ রিফ্রেশ রেট। অক্টাকোর কোয়ালকম স্নাপড্রাগন ৮৮৮ সক প্রসেসর এবং ১২ জিবি র্যাম। এছাড়া আছে ১০৮ মেগাপিক্সেল ট্রিপল রেয়ার ক্যামেরা। ৮ মেগা পিক্সেল আল্ট্রা ওয়াইড স্যুটার এবং টেলিফটো সুটার। আরও আছে ১৬ মেগা পিক্সেল সেলফি ক্যামেরা। ফোনটিতে যুক্ত করা হয়েছে ৫০০০ মিল অ্যাম্পিয়ার ব্যাটারি।
/এনএএস
Leave a reply