মাদারীপুরে ভুল প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা

|

মাদারীপুর প্রতিনিধি

বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্যে দিয়ে সোমবার শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। সারা দেশে বাংলা পরীক্ষাটি খ সেটে নেয়া হলেও মাদারীপুরের কালকিনি উপজেলায় ভুল প্রশ্নে পরীক্ষা নেয়া হয়েছে।

খ সেটের প্রশ্নের পরিবর্তে পরীক্ষা নেয়া হয় ক সেটে। এতে চরম বিপাকে পড়তে হয়েছে পরীক্ষাথীদেরকে। অভিযোগ আছে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্ত প্রমথ রঞ্জন ঘটকের গাফলতির কারনেই এমন বিপত্তি। বিষয়টি জানাজানি হয়ে গেলে উপজেলায় বিভিন্ন শ্রেনীর পেশার মানুষের মাঝে চলছে চরম সমালোচনার ঝড়।

কয়েকজন পরীক্ষার্থী বলেন, “ভুল প্রশ্নে পরীক্ষা নেয়ার কারনে আমরা খুব দুচিন্তায় পড়েছি। সারা দেশে খ সেটে পরীক্ষা হলো, আমাদের কালকিনিতে শুধু ক সেটে নেয়া হয়েছে। এখন এই ভুলের খেসারত কে দেবে?”

তবে প্রশাসনের দাবি বিষয়টি নিছকই ভুলক্রমে হয়েছে। উপজেলা ভারপ্রাপ্ত ইউএনও প্রমথ রঞ্জন ঘটক বলেন, “আমাকে কর্তৃপক্ষের মাধ্যমে যে বার্তা দেয়া হয়েছে তা ঠিকমতো না বুঝেই ক সেটের প্রশ্নে পরীক্ষা নেয়া হয়েছে। তবে আমি এ বিষয় কর্তৃপক্ষের সাথে আলাপ করেছি। তারা আমাদের পরীক্ষার্থীদের খাতা আলাদাভাবে পাঠাতে বলেছেন।”


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply