ভারতের মধ্যপ্রদেশে চুল ও গোঁফ ছাঁটতে অস্বীকৃতি জানানোয় এক পুলিশ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রাকেশ রানা নামরে ওই পুলিশ কনস্টেবল রাজ্য পুলিশের পরিবহন শাখায় গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, কর্তৃপক্ষ কনস্টেবল রানার গোঁফকে ‘অযৌক্তিক’ ও ‘কুৎসিত’ অভিহিত করে তাকে চুল কাটতে ও গোঁফ ছাঁটতে নির্দেশ দেয়। কিন্তু রানা কর্তৃপক্ষের এই নির্দেশ পালন করতে ব্যর্থ হন।
কর্তৃপক্ষের নির্দেশ পালন না করায় রানাকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করে অফিস আদেশ জারি করা হয়। আদেশে বলা হয়, কনস্টেবল রানার গোঁফ অন্যান্য কর্মচারীদের ওপর নেতিবাচক ছাপ ফেলেছে। তবে, এই নির্দেশকে ‘আত্মসম্মানের বিষয়’ উল্লেখ করে রানা তার গোঁফ কাটতে অস্বীকার করেন। তিনি বলেন, আমি একজন রাজপুত এবং আমার গোঁফ আমার গর্ব।
আরও পড়ুন: যৌনতায় রোমাঞ্চ আনতে সোশ্যাল মিডিয়ায় ‘স্ত্রী বদলের গ্রুপ’, গ্রেফতার ৭
রানার দাবি, তিনি সব সময় তার ইউনিফর্মের সঠিকতা নিশ্চিত করে এসেছেন। তবে সাময়িকভাবে বহিষ্কার হওয়া সত্ত্বেও তিনি গোঁফের বিষয়ে আপস করবেন না। অনেকটা সময় ধরে তার গোঁফ রেখেছেন বলেও জানান তিনি।
এ বিষয়ে রানাকে বরখাস্ত করে আদেশ জারি করা কর্মকর্তা সহকারী ইন্সপেক্টর-জেনারেল বলেন, রানাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, কারণ তিনি একজন ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশ অনুসরণ করেননি। তিনি বলেন, যখন তার চেহারা পরীক্ষা করে দেখা যায় যে তার ঘাড় পর্যন্ত চুল এবং একটি গোঁফ রয়েছে। তখন তাকে চুল ও গোঁফ ছাঁটতে নির্দেশ দেয়া হয়। কিন্তু তিনি নির্দেশাবলী অনুসরণ করেননি।
/এনএএস
Leave a reply