দিনাজপুরে শিশু ধর্ষণ; আসামি সাইফুলের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

|

প্রতীকী ছবি।

স্টাফ করেসপন্ডেন্ট, দিনাজপুর:

দিনাজপুরে শিশু ধর্ষণের দায়ে অভিযুক্ত সাইফুল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন জেলার নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের বিচারক শরীফ উদ্দিন আহমেদ। কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তাকে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ সোমবার (১০ জানুয়ারি) দুপুর ২টার দিকে ওই রায় ঘোষণা করেন বিচারক। সাজা ভোগ করতে তাকে কারাগারে পাঠানো হয়েছে। তবে বেকসুর খালাস পেয়েছেন সহযোগী হিসেবে অভিযুক্ত আফজাল হোসেন কবিরাজ। গত ২০১৬ সালের ১৮ অক্টোবর ধর্ষণের শিকার হন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ৫ বছর বয়সি ওই শিশু।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৬ সালের ১৮ অক্টোবর পার্বতীপুর উপজেলার জমিরেরহাট তকেয়া পাড়ায় ওই ধর্ষণের ঘটনা ঘটে। বাড়ির পাশে খেলার সময় নিখোঁজ হয় ৫ বছর বয়সি ওই শিশু। পরদিন বাড়ির পাশে হলদি খেতে রক্তাক্ত এবং মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে তাকে প্রথমে স্থানীয় ল্যাম্প এবং পরবর্তীতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে ঢাকায় নিয়ে চিকিৎসা করানো হয়।

এ ঘটনায় ২ দিন পর ২০ অক্টোবর সাইফুল ইসলামকে প্রধান এবং সহযোগী হিসেবে আফজাল হোসেন কবিরাজ নামে আরেক ব্যক্তির বিরুদ্ধে পার্বতীপুর মডেল থানায় মামলা করেন মেয়ের পিতা। ৭দিনের রিমাণ্ড শেষে ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে অভিযুক্ত দুইজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন তদন্ত কর্মকর্তা উপ- পরিদর্শক আবু সাঈদ।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply