পাকিস্তানি পুলিশের অভিযানে নিহত ৬ আইএসকে সদস্য

|

কোয়েটায় এক পুলিশি অভিযানে নিহত হয়েছে ৬ আইএসকে সদস্য।

পাকিস্তানে কোয়েটায় পুলিশি অভিযানে ৬ আইএসকে কর্মী নিহত হয়েছে, পলাতক আরও ৪-৫ জন। খবর এএফপির।

সোমবার (১০ জানুয়ারি) পাকিস্তান পুলিশের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোয়েটায় আইএসকের একটি আস্তানায় অভিযান চালায় বেলুচিস্তান পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে সেই আস্তানায় থাকা আইএসকে কর্মীরা। পালানোর সময় পুলিশের গুলিতে নিহত হয় ৬ আইএসকে সদস্য, বাকি ৪-৫ জন পালিয়ে যেতে সক্ষম হয়।

নাম প্রকাশ না করার শর্তে কোয়েটা পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, নিহত ও পলাতকরা সবাই আইএসের খোরাসান (আইএসকে) শাখার সক্রিয় সদস্য। এছাড়া, পলাতক আইএসকে কর্মীদের গ্রেফতারে সর্বাত্মক অভিযান চালাবে আইনশৃঙ্খলা বাহিনী।

কোয়েটা পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে আইএসের বেলুচিস্তান শাখার প্রধান আসগার সোলয়মানিও আছেন, যার মাথার বিনিময়ে ২০ লাখ রুপি পুরস্কারা ঘোষণা করেছিল পাকিস্তান সরকার।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply