আর্কটিক মহাসাগরের ১৬ ইঞ্চি জমাট বরফ ফুঁড়ে হঠাৎই উদয় হলো সাবমেরিন! মার্কিন নৌবাহিনীর ফাস্ট-অ্যাটাক সাবমেরিনটি রীতিমতো ৩ ফুট শক্ত বরফ ভেঙে ওপরে উঠে এসেছে। এটি আবার ধারণ করা হয়েছে ভিডিওতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি এখন ভাইরাল।
কিছু দিন আগে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী আর্কটিকে গিয়েছিল ইউএসএস হার্টফোর্ড সাবমেরিনটি পরীক্ষা করতে। পরীক্ষা চলাকালে আলাস্কার পুরু বরফের আচ্ছাদন ভেঙে উঠে আসে সেটি। সৈন্যরা সাবমেরিন থেকে বেরিয়ে শাবল দিয়ে বরফ ফাটিয়ে সাবমেরিনের ঢাকনা খোলেন। পুরো প্রক্রিয়াটিই চলে হাড় কাঁপানো ঠাণ্ডায়।
যমুনা অনলাইন: টিএফ
Leave a reply