জাপানে মার্কিন ঘাঁটিতে অবস্থানকারী সেনাসদস্যদের বিরুদ্ধে কড়া বিধিনিষেধ আরোপ করেছে জাপান সরকার। করোনা সংক্রমণ রোধে মার্কিন সেনাদের ওপর এ কড়াকড়ি আরোপ করা হয়েছে। সম্প্রতি জাপানে মোতায়েন করা মার্কিন সেনাবাহিনী এবং জাপান সরকারের যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়। খবর জাপান টাইমসের।
বিবৃতিতে জানানো হয়, মার্কিন ঘাঁটিগুলোতে খুব দ্রুত করোনাভাইরাস ছড়িয়ে পড়ছে। তাই আগামী দুই সপ্তাহের জন্য জরুরি প্রয়োজন ছাড়া এসব ঘাঁটি থেকে সেনা সদস্যরা বাইরে বের হতে পারবে না। তাছাড়া সব সেনা সদস্যের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক।
এর আগে, গত ৩০ নভেম্বর জাপানে বাইরের দেশ থেকে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এই নিষেধাজ্ঞা আগামী ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে।
গত ডিসেম্বর মাস থেকে জাপানে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে করোনা সংক্রমণ বাড়তে শুরু করে। দেশটির ওকিনাওয়া দ্বীপের ঘাঁটিতেও দ্রুত ছড়ায় সংক্রমণ। গত শনিবার (৮ জানুয়ারি) এক দিনে দ্বীপটিতে ১ হাজার ৭৯৫ জন করোনায় আক্রান্ত। এরপরই মার্কিন ঘাঁটিগুলোর ওপর কড়াকড়ি আরোপ করো হলো।
Leave a reply