দুই দিনের সফরে নারায়ণগঞ্জ যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। ১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য নারায়ণগঞ্জ যাচ্ছেন তিনি।
মঙ্গলবার বিকেলে (১১ জানুয়ারি) সড়কপথে নারায়ণগঞ্জের উদ্দেশে যাাবেন সিইসি। আগামীকাল ১২ জানুয়ারি সকাল ১১ টায় নারায়ণগঞ্জে নিযুক্ত প্রিজাইডিং অফিসারদের সাথে মতবিনিময় করবেন তিনি। ওইদিন বিকেলেই নির্বাচনে দায়িত্ব পালনরত নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন তিনি।
প্রসঙ্গত, তফসিল অনুযায়ী ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন ভোটগ্রহণ হবে। এবারের মেয়র প্রার্থী নৌকা প্রতীকে সেলিনা হায়াৎ আইভী এবং স্বতন্ত্র তৈমূর আলম খন্দকার। তৈমূর আলম খন্দকারের নির্বাচনী প্রতীক হাতি। নৌকার পক্ষ থেকে নির্বাচনের মাঠ স্বাভাবিক দাবি করা হলেও স্বতন্ত্র পার্থী বলছেন, নারায়ণগঞ্জের এ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই।
/এডব্লিউ
Leave a reply