চালু হলো ফায়ার সার্ভিসের নতুন হটলাইন নম্বর ১৬১৬৩

|

চালু করা হয়েছে ফায়ার সার্ভিসের নতুন হটলাইন নম্বর ১৬১৬৩।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ঢাকা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে চালু হয়েছে নতুন হটলাইন নম্বর ১৬১৬৩। যেকোনো জরুরি সেবা গ্রহণের জন্য এই নম্বরে ফোন করা যাবে সকল অপারেটর থেকে। উল্লেখ্য, বর্তমানে সচল থাকা ১১ ডিজিটের ফোন নম্বরটিও সচল থাকবে।

মঙ্গলবার (১১ জানুয়ারি) এক আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ে নতুন হটলাইন চালু করার বিষয়ে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।


ব্রিফিংয়ে বলা হয়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স তথ্য প্রাপ্তির ভিত্তিতে সেবা প্রদান করে থাকে। জরুরি সময় ১১ ডিজিটের ফোন নম্বর মনে রাখা কষ্টসাধ্য হওয়ায় ৫ ডিজিটের নতুন এই হটলাইন চালু করা হয়েছে। মানুষ যেন সহজেই ফায়ার সার্ভিসের কাছে সেবা চাইতে পারে তার জন্য এ ব্যবস্থা। জরুরি সময়ে বিপদগ্রস্ত মানুষের দ্রুত সহযোগিতা নেয়ার সুবিধার্থে টেলিভিশন স্ক্রলসহ সকল গণমাধ্যমে এই নতুন হটলাইন নম্বর প্রচারের জন্য অনুরোধ জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply