মালেশিয়ায় অনুষ্ঠিতব্য আইসিসি কমনওয়েলথ গেমসে অংশ নিতে দেশ ছেড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শৃঙ্খলা ভঙ্গের দায়ে ১৫ সদস্যের সেই দলে রাখা হয়নি অলরাউন্ডার জাহানারা আলমকে। কিন্তু তার বাদ পড়া নিয়ে বিসিবির নারী উইংয়ের প্রধান শফিউল আলম চৌধুরী নাদেলের বক্তব্যে রহস্য বাড়ছে।
আজ মঙ্গলবার (১১ জানুয়ারি) জাহানারা ইস্যুতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন মহিলা উইংয়ের প্রধান শফিউল আলম চৌধুরী। সেখানে জাহানারার বিষয়টিকে ‘স্পর্শকাতর’ উল্লেখ করে তিনি বলেছেন, অনেক বিষয় থাকে যা সামনে আনলে আমাদের পুরো ক্রিকেটের, বিশেষ করে প্রমীলা ক্রিকেটের ক্ষতি হয়। এমন বিষয় আমি এড়িয়ে যেতে চাই। আমার কাছে কিছু প্রমাণ আছে, যেটা আপনাদের সামনে দেখাতে চাই না। এটা দেখালে আপনারাই লজ্জা পাবেন।
কয়েকদিন আগেই জাতীয় নারী ক্রিকেট দলের কোচ এ কে এম মাহমুদুল ইমন ও নির্বাচক মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ এনে বিসিবিকে চিঠি দিয়েছিলেন জাহানারা আলম। একই সঙ্গে তার প্রতি বিভিন্ন অন্যায় আচরণের কথাও চিঠিতে উল্লেখ করেছেন জাহানারা। এছাড়াও গত ১ বছরের বিভিন্ন বিষয় সম্পর্কে অনেক ঘটনা বিসিবিকে জানিয়েছিলেন তিনি।
এদিকে বিসিবির নারী ক্রিকেটের কোচ ও নির্বাচক বলেছিলেন, দলে নতুনদের জায়গা করে দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। কিন্তু দল ঘোষণার আগেই বিসিবিকে জাহানারার অসন্তুষ্টির চিঠি অন্য আভাসই দিচ্ছে।
যদিও জাহানারার অভিযোগগুলো কি নিয়ে তা প্রকাশ করতে নারাজ বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীও। তবে তিনি বলেছেন, ক্রিকেট সম্পর্কিত বিষয় নিয়েই চিঠি দিয়েছিলেন জাহানারা।
জেডআই/
Leave a reply