লকডাউনে সরকারের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে আবারও মদ পার্টির আয়োজন করায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। জানা গেছে, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। খবর ডয়েচে ভেলের।
মঙ্গলবার (১১ জানুয়ারি) ডয়েচে ভেলের এক প্রতিবেদনে বলা হয়, গতকাল সোমবার (১০ জানুয়ারি) এ পার্টি সংক্রান্ত একটি ই-মেইল ফাঁস হলে এ তথ্য প্রকাশ্যে আসে। জানা গেছে, সরকারের জ্যেষ্ঠ আমলা মার্টিন রেনল্ডস ই-মেইলের মাধ্যমে ওই পার্টিতে অতিথিদের আমন্ত্রণ জানিয়েছিলেন।
ডয়েচে ভেলের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২০ সালের ২০ মে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের বসভবনের বাগানে সরকারের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে ওই পার্টির আয়োজন করেছিলেন প্রধানমন্ত্রী জনসন। পার্টিতে সস্ত্রীক বরিসসহ আরও শতাধিক গুরুত্বপূর্ণ অতিথি আমন্ত্রিত ছিলেন। অথচ ওই সময় দেশটিতে শিক্ষা প্রতিষ্ঠান, রেস্টুরেন্ট, বার প্রভৃতি বন্ধ রাখাসহ সামাজিক মেলামেশায় কঠোর বিধিনিষেধ ছিল।
লকডাউনের বিধি উপেক্ষা করে এমন আয়োজনের খবর প্রকাশ হওয়ার পর তদন্ত শুরু করেছে লন্ডন পুলিশ। দেশটিতে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে প্রধানমন্ত্রীর এমন ঘটনা সামনে আসায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন দেশটির সাধারণ জনগণ।
/এসএইচ
Leave a reply