‘লিটনকে ওপরে ব্যাট করানোর সময় এসেছে’

|

লিটনকে ব্যাটিং অর্ডারে উপরে আনা উচিত, মত দিলেন বাশার।

দলের প্রয়োজনে লিটন দাসকে উপরে ব্যাট করানোর সময় এসেছে। এমন মত দিয়েছেন নির্বাচক হাবিবুল বাশার। তিনি বলেছেন, শেষ দিকে ব্যাট করায় লিটনের পূর্ণ সার্ভিস পাচ্ছে না বাংলাদেশ। নুরুল হাসান সোহানের ইনিংস লম্বা না হওয়ায় আক্ষেপ প্রকাশ করলেন এই নির্বাচক। হাবিবুল বাশার মনে করেন, প্রথম ইনিংসে বাজে ব্যাটিং না হলে ক্রাইস্টচার্চ টেস্টের ফল ভিন্ন হতে পারতো।

নিউজিল্যান্ডের মাটিতে ইনিংস ব্যবধানে হার নতুন কিছু নয়। তারপরও ক্রাইস্টচার্চের এই হার আফসোসে পোড়াচ্ছে দেশের ক্রিকেটপ্রেমীদের। কারণ, মাউন্ট মঙ্গানুই টেস্ট জয় করার পর টাইগারদের এমন হারে কিছুটা হলেও যেন ম্লান বছর শুরুর বীরত্ব। এমন অনুভূতির বাইরে নন নির্বাচক হাবিবুল বাশার। বললেন যে, এটাই বাস্তবতা। ম্যাচ হারের কারণ জানাতে গিয়ে হাবিবুল বাশার বলেন, নিউজিল্যান্ড যেমন কন্ডিশনে বল করতে পছন্দ করে এবং যেমন কন্ডিশনে ব্যাট করে আমরা অভ্যস্ত না, সেটাই ছিল ক্রাইস্টাচার্চে। দ্বিতীয় ইনিংসে আমরা যেমন ব্যাট করেছি, তেমনটা যদি প্রথম ইনিংসে করতে পারতাম তবে ফলাফল ভিন্ন হতে পারতো।

লিটন দাসে ব্যাটিং চোখকে দেয় আরাম, মনকে দেয় প্রশান্তি। দুই টেস্টে ডানহাতি এই ব্যাটারের অনবদ্য ব্যাটিং নতুন করে ভাবাচ্ছে নির্বাচকদের। হাবিবুল বাশারও দিলেন তেমনই মত। বললেন, লিটন অনেক সময়ই টেল এন্ডারদের নিয়ে ব্যাট করে। এতে ইনিংস বড় হয় না। সে যদি উপরে ব্যাট করে তবে তার পুরো সার্ভিস দল পেতে পারে। কারণ, বড় ইনিংস খেলার সামর্থ্য আছে লিটনের।

ইনিংস ও ১১৭ রানে পরাজয়ের ম্যাচেও নজর কেড়েছেন আরেক উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। মুশফিকের অনুপস্থিতির সুযোগে চেষ্টা করেছেন নিজেকে মেলে ধরার। তবে সোহানের ইনিংস লম্বা করতে না পারায় আক্ষেপ হাবিবুল বাশারের। তিনি বলেন, সোহান একজন সত্যিকারের লড়াকু ক্রিকেটার। সামর্থ্যের সবটুকু দিয়েই চেষ্টা করে সে। ওকে আরও সুযোগ দিতে পারলে, নিশ্চয়ই এরচেয়েও ভালো করতে পারবে সে।

আরও পড়ুন: ক্রাইস্টচার্চে ফিনিক্স পাখির নাম লিটন দাস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply