নিরাপদ সড়ক নিশ্চিতে সবাইকে আইন মানার আহ্বান প্রধানমন্ত্রীর

|

২০২২ সালে বেশ কয়েকটি বড় বড় যোগাযোগ অবকাঠামোর নির্মাণ কাজ শেষ হবে। যা মানুষের কাছে দেয়া সরকারের প্রতিশ্রুতির বাস্তবায়ন। কয়েকটি উন্নয়ন কাজের উদ্বোধন করে একথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় প্রধানমন্ত্রী বলেন, যাত্রী, চালক পথচারী সবাইকে ট্রাফিক আইন মেনে চলতে হবে। এছাড়া মোবাইল ফোন কানে নিয়ে রাস্তা পার না হয়ে ফুটওভার ব্রিজ ও আন্ডারপাস ব্যবহার করারও আহ্বান জানান প্রধানমন্ত্রী।

বুধবার (১২ জানুয়ারি) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি ঢাকার এয়ারপোর্ট মহাসড়কে শহিদ রমিজ উদ্দীন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন পথচারী আন্ডারপাস, সিলেট শহর বাইপাস-গ্যারিসন লিংক ৪ মহাসড়ক, বালুখালী (কক্সবাজার)-ঘুমধুম (বান্দরবান) সীমান্ত সংযোগসড়ক, রাঙ্গামাটি জেলার নানিয়ারচরে চেংগী নদীর ওপর ৫০০ মিটার দীর্ঘ সেতুর উদ্বোধন করার সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

২০১৮ সালে ফুটপাতে দাঁড়ানো অবস্থায় বাসচাপায় শহীদ রমিজ উদ্দীন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুর পর কলেজ সংলগ্ন রাস্তায় পথচারী আন্ডারপাস নির্মাণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। যান চলাচল সচল রেখে এই আন্ডারপাসের নির্মাণ কাজ শেষ করেছে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার্স কনস্ট্রাকশন ব্যাটেলিয়ন।

নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্পগুলোর কাজ শেষ করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও যান চলাচলে গতি আনতে সরকারের নানা উদ্যোগ অব্যাহত আছে বলেও জানান প্রধানমন্ত্রী। নিরাপদ সড়ক নিশ্চিতে চালক ও পথচারীদের ট্রাফিক আইন মেনে চলার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যোগাযোগ অবকাঠামোগুলো পরিকল্পিতভাবে গড়ে তোলা হচ্ছে যা দেশের অর্থনীতিতে গতি আনবে।

এসময় নতুন করে কোভিডের সংক্রমণ প্রতিরোধে সরকারের দেয়া নির্দেশনাগুলো মেনে চলারও আহবান জানান প্রধানমন্ত্রী।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply