করোনা সংক্রমণের ঊধ্বর্গতির মাঝেও স্কুল খোলা রাখার পক্ষে মত দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ইউরোপ বিষয়ক পরিচালক হান্স ক্লুগ। তিনি বলেছেন, বিধিনিষেধ আরোপের সর্বশেষ পদক্ষেপ হওয়া উচিত স্কুল বন্ধ করা।
ডব্লিউএইচও’র ইউরোপ বিষয়ক পরিচালক হান্স ক্লুগ বলেন, শিশুদের শিক্ষামূলক কর্মকাণ্ডের পাশাপাশি মানসিক ও সামাজিক বিকাশের জন্য স্কুল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবসা প্রতিষ্ঠান নয়, বিধিনিষেধের তালিকায় সব শেষে আসা উচিত শিক্ষা প্রতিষ্ঠানের নাম। আর চালু রাখার ক্ষেত্রে স্কুলকে বিবেচনা করা উচিত সবার আগে।
আরও পড়ুন: ভারতে একদিনে করোনা শনাক্ত প্রায় ২ লাখ!
চলতি বছরের প্রথম সপ্তাহে ইউরোপে নতুন সংক্রমিত শনাক্ত হয়েছে ৭০ লাখ, যা আগের দু’সপ্তাহের তুলনায় দ্বিগুণ। ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রভাবে প্রায় প্রতিদিনই হচ্ছে একের পর এক রেকর্ড।
আরও পড়ুন: পাকিস্তানে শুরু বাড়িতে গিয়ে নারীদের টিকাদান কর্মসূচি
Leave a reply