‘বৃহস্পতিবার থেকে রাত ৮টার পর দোকানপাট বন্ধ থাকবে’

|

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ফাইল ছবি

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) থেকে রাত ৮টার পর দোকানপাট বন্ধ থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বুধবার (১২ জানুয়ারি) রাজধানীর মহাখালীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সারাদেশের হাসপাতালগুলোতে ২০ হাজার বেড প্রস্তুত রাখা হয়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, এবার হাসপাতালে আগের মতো চাপ হতে দেবো না।

করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট রোধে স্বাস্থ্য অধিদফতরের দেয়া বিধিনিষেধ কড়াকড়িভাবে বাস্তবায়ন করা না গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যাবে না বলেও মন্তব্য করেন জাহিদ মালেক।

প্রসঙ্গত, ৪ জানুয়ারি এক সরকারি তথ্যবিবরণীতে স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনাগুলো জানানো হয়। সব ধরনের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠানে জনসমাগম নিরুৎসাহিত করা হয়েছে এই নির্দেশনায়।

আরও পড়ুন: ওমিক্রন মোকাবেলায় ১৫ দফা নির্দেশনা

এমএন/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply