ইতালিয়ান সুপার কাপ ফাইনাল, লড়বে ইন্টার মিলান ও য়্যুভেন্টাস

|

ছবি: সংগৃহীত

ইটালিয়ান সুপার কাপের ফাইনালে আজ মুখোমুখি হবে ইন্টার মিলান আর য়্যুভেন্টাস। সান সিরোতে বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ম্যাচটি।

গেলো মৌসুমের সিরি আ চ্যাম্পিয়ন হয়ে ইন্টার মিলান আর কোপা ইটালিয়ার চ্যাম্পিয়ন হয়ে য়ুভেন্টাস লড়বে আজ নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য। আসরের বর্তমান চ্যাম্পিয়ন য়্যুভেন্টাসের লক্ষ্য থাকবে রেকর্ড ১০ম বারের মতো শিরোপা জেতা। যদিও লিগে বর্তমানে খুব একটা ভালো অবস্থানে নেই তুরিনের ওল্ড লেডিরা। দ্বিতীয়বারের মত তারা ফাইনাল খেলছে কোপা ইতালিয়ার চ্যাম্পিয়ন হয়ে।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তুর্কি ফুটবলার আহমেত চালিক

বিপরীতে ২০১০ সালের পর এবারই প্রথম শিরোপা জেতার হাতছানি থাকছে ইন্টার মিলানের সামনে। ঘরোয়া লিগের শীর্ষে থাকা দলটি ফাইনালে ফেভারিট হিসেবেই মাঠে নামবে।

আরও পড়ুন: আজ এল ক্লাসিকো, মহারণে লড়বে রিয়াল-বার্সা


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply