ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে এসে অপরাধ চক্রে জড়াচ্ছে বিদেশিরা: র‍্যাব

|

বাংলাদেশে বিনিয়োগের লোভ দেখিয়ে প্রায় ২ কোটি টাকা প্রতারণার পর ৭ বিদেশি নাগরিকসহ ৯ জনকে গ্রেফতার করেছে র‍্যাব। এর আগেও প্রতারণার দায়ে একই চক্রের দুইজনকে গ্রেফতার করেছিল আইনশৃঙ্খলা বাহিনীটি।

র‍্যাব আরও জানিয়েছে, চক্রটির বিদেশি নাগরিকেরা বাংলাদেশে ট্যুরিস্ট ভিসায় এসে এ ধরনের অপকর্মে জড়িয়ে পড়ছে।

বুধবার (১২ জানুয়ারি) রাজধানীর কারওয়ানবাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র‍্যাব-৪ এর অধিনায়ক মোজাম্মেল হক জানান, চক্রটির জামিন ঠেকাতে এবার মামলার তদন্ত চাইবে র‍্যাব।

মনির হোসেন নামের এক ব্যবসায়ীর সঙ্গে বছরখানেক আগে ফেসবুকে পরিচয় হয় এক বিদেশি নারীর। বন্ধুর জন্য উপহার পাঠানোর কথা বলে মনির হোসেন থেকে নেয়া হয় ৯ লাখ টাকা।

শুধু তিনি নন, অনেকেও প্রতারিত হয়েছেন চক্রটির ফাঁদে পড়ে। তা বুঝতে পেরে প্রতারণার শিকার হওয়া ভুক্তভোগীরা র‍্যাবের কাছে অভিযোগ জানালে তারা অভিযান চালিয়ে চক্রের সাত বিদেশিসহ ৯ জনকে গ্রেফতার করে। গ্রেফতারের পর এদের জামিন ও অন্যান্য বিষয়ে সহযোগিতায় দেশের একটি সংঘবদ্ধ চক্র কাজ করছে বলেও জানিয়েছে র‍্যাব।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply