Site icon Jamuna Television

ভারতকে নিয়ে চারজাতি টুর্নামেন্ট আয়োজন করবে পিসিবি

ছবি: সংগৃহীত।

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতসহ চার জাতির টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের কথা জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা। এই বিষয়ে আইসিসিকে প্রস্তাব দেয়ার কথা জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান।

এক টুইট বার্তায় তিনি জানান, এই টুর্নামেন্টের মাধ্যমে ভারত-পাকিস্তানের দ্বৈরথ দেখতে পাবে ক্রিকেটভক্তরা। আয়োজনের বাকি দুই দল হিসেবে রমিজের পছন্দের তালিকায় আছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।

তবে এই চার জাতির টুর্নামেন্টের পরিকল্পনা নিজের বলে দাবি করেছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। যেখানে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডসহ চতুর্থ দল হিসেবে নিউজিল্যান্ডের সম্ভবনার কথা জানিয়েছেন সৌরভ।

সর্বশেষ ২০১৩ সালে ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছিলো পাকিস্তান ও ভারত। তারপর আইসিসির টুর্নামেন্টগুলো ছাড়া মুখোমুখি হয়নি আঞ্চলিকভাবে প্রতিদ্বন্দ্বী দেশদুটি। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম আইসিসির কোনো টুর্নামেন্টে ভারতকে হারায় পাকিস্তান।

জেডআই/

Exit mobile version