মডেল ও ভণ্ড বাউলের ছদ্মবেশে থাকা সিরিয়াল কিলার আটক

|

ভাঙা তরী ছেড়া পাল গানের মিউজিক ভিডিওর একটি দৃশ্যে সিরিয়াল কিলার সেলিম।

ফকির বা বাউল সেজে বিভিন্ন জায়গায় ছদ্মবেশে ঘুরে বেড়ানো সিরিয়াল কিলার সেলিমকে গ্রেফতার করেছে র‍্যাব। তার বিরুদ্ধে বেশকিছু হত্যা মামলা চলমান রয়েছে।

বুধবার (১২ জানুয়ারি) ভৈরব থেকে গ্রেফতার করা হয় ভণ্ড এ বাউলকে। জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১১ টায় কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে সেলিম ফকিরের গ্রেফতার নিয়ে ব্রিফ করবে র‍্যাব।


র‍্যাবের দেয়া তথ্যানুযায়ী, সেলিম ফকির নিজের পরিচয় হিসেবে বিভিন্ন নাম ব্যবহার করতো। এগুলো হলো– বাউল সেলিম ওরফে খুনি হেলাল ওরফে হেলাল হোসেন। র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দেশের বিভিন্ন জায়গায় সেলিম ফকিরের বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। সে নিজেকে আড়াল করতে বাউল ছদ্মবেশে চলাফেরা করতো। একটি মামলায় তার যাবজ্জীবন সাজা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

উল্লেখ্য, ২০১৬ সালে কিশোর পলাশের গাওয়া জনপ্রিয় গান ভাঙা তরী ছেড়া পালের মিউজিক ভিডিওতে মডেল হয়েছিলেন সেলিম ফকির। নোমান রবিনের নির্দেশনায় নির্মিত জনপ্রিয় এ মিউজিক ভিডীওর একাধিক দৃশ্যে দেখা গেছে ছদ্মবেশী এ খুনিকে।

/এসএইচ
  


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply