Site icon Jamuna Television

৪ মাসের মধ্যে করোনার সর্বোচ্চ সংক্রমণ দেখলো জাপান

ছবি: সংগৃহীত

জাপানে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০ হাজারেরও বেশি মানুষের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গত চার মাসের মধ্যে দেশটিতে এটিই একদিনে সর্বোচ্চ শনাক্তের ঘটনা। খবর দ্য জাপান টাইমসের।

বুধবার (১২ জানুয়ারি) টোকিওতে নতুন করে দুই হাজার ১৯৮ জন শনাক্ত হওয়ার কথা জানিয়েছে নগর কর্তৃপক্ষ। যা তার আগেরদিনের রেকর্ডকৃত সংক্রমণের দ্বিগুণেরও বেশি। এর আগের দিন করোনা শনাক্ত হয়েছিল ৯৬২ জনের, যা আগের সপ্তাহের চেয়ে পাঁচ গুণ বেশি।

উল্লেখ্য, দেশটির সরকারি হিসাব অনুযায়ী এ পর্যন্ত ১৭ লাখ ৭৮ হাজার ৮২৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যার মধ্যে মৃত্যুবরণ করেছেন ১৮ হাজার ৪০৭ জন।

/এসএইচ

Exit mobile version