Site icon Jamuna Television

বাউলের ছদ্মবেশে ভাড়াটে খুনি সেলিম ফকির; র‍্যাবের ব্রিফিং আজ

ভাঙা তরী ছেড়া পাল শিরোনামের বিখ্যাত গানের মিউজিক ভিডিওতে মডেল হয়ে সোশাল মিডিয়ায় পরিচিতি পাওয়া সেলিম ফকিরকে গ্রেফতার করেছে র‍্যাব। তাদের দাবি, এই সেলিম ফকির আসলে ভাড়াটে খুনি ও একাধিক হত্যা মামলার পলাতক আসামি। এসব বিষয়ে আজ বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকাল ১১টায় কারওয়ানবাজারে মিডিয়া সেন্টারে একটি সংবাদ সম্মেলন করবে র‍্যাব।

বুধবার (১২ জানুয়ারি) রাতে তাকে গ্রেফতার করা হয় বলে জানায় র‍্যাব। নিজের পরিচয় গোপন রাখতেই বেশভূষা পরিবর্তন করে বড় চুল ও দাড়ি রাখেন সেলিম। কয়েকটি মিউজিক ভিডিওতে বাউল হিসেবে হাজির হয়ে পরিচিতিও পান। এর মধ্যে ভাঙা তরী ছেড়া পাল গানটি বেশ জনপ্রিয়তা পায়।

র‍্যাব জানায়, সেলিমের বিরুদ্ধে অন্তত তিনটি হত্যার অভিযোগ রয়েছে। বহু বছর ধরে সে নিজেকে বেশভূষায় আড়াল করে রেখেছে। এমনকি বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন নামও ব্যবহার করতো সেলিম। র‍্যাবের দেয়া তথ্য অনুযায়ী, সেলিম ফকির নিজের পরিচয় হিসেবে বিভিন্ন নাম ব্যবহার করতো। এগুলো হলো– বাউল সেলিম ওরফে খুনি হেলাল ওরফে হেলাল হোসেন। র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

/এডব্লিউ

Exit mobile version