দীর্ঘ সাত মাস পর টুইটারের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো নাইজেরিয়া। গত বুধবার (১২ জানুয়ারি) এ ঘোষণাটি দেয় দেশটির সরকার। এর মাধ্যমে আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশের অধিবাসীরা সামাজিক যোগাযোগমাধ্যমটি ফের ব্যবহারের সুযোগ পাবে।
১২ তারিখ মধ্যরাত থেকে নাইজেরিয়ায় আবারও চালু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমটি। প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির চূড়ান্ত সিদ্ধান্তের পরই উঠলো নিষেধাজ্ঞা। অবশ্য, নাইজেরিয়ায় পুনরায় কার্যক্রম চালু করতে দেশটির সরকারের সাথে বেশকিছু চুক্তি সাক্ষর করে টুইটার কর্তৃপক্ষ। যার মধ্যে অন্যতম হচ্ছে, পশ্চিম আফ্রিকার দেশটিতে আঞ্চলিক কার্যালয় খোলার প্রতিশ্রুতি। এছাড়া নাইজেরিয়ার আইন পরিপন্থী পোস্টগুলোও মুছে ফেলার এখতিয়ার থাকবে দেশটির।
গেলো বছর জুনে, দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকায় হামলার প্রেক্ষিতে জনগণকে শাসিয়ে টুইট করেছিলেন নাইজেরিয়ান প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি। ‘নীতি বিরোধী’ আখ্যা দিয়ে নাইজেরিয়ান প্রেসিডেন্টের সেই টুইট মুছে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমটি। আর তাতেই রেগে যান প্রেসিডেন্ট। ফলশ্রুতিতে সেই ঘটনার দুইদিনের মধ্যেই গোটা দেশে টুইটার নিষিদ্ধ করেন তিনি।
আরও পড়ুন: কাজাখস্তানে একদিনেই গ্রেফতার সতেরশো!
Leave a reply