‘নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট, তারা বিশ্বাসযোগ্যতা হারিয়েছে’

|

সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, আচরণবিধি লঙ্ঘন মানেই তা শাস্তিযোগ্য। নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট; তারা বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। তাই, নারায়ণগঞ্জ সিটি করপোরশন নির্বাচনে (নাসিক) ইভিএমে ভোটের ফলাফল তারা পাল্টে দিতে পারে, এমন শঙ্কা প্রকাশ করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরে নাসিক নির্বাচন নিয়ে সুজনের ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
নাসিক নির্বাচনে স্থানীয় সংসদ সদস্য আচরণবিধি লঙ্ঘন করলেও তা শাস্তিযোগ্য নয়; প্রধান নির্বাচন কমিশনারের সম্প্রতি দেয়া এমন বক্তব্য গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেছেন বদিউল আলম মজুমদার।

অভিযোগের সুরে তিনি আরও বলেন, জনগণকে তথ্য অধিকার থেকে বঞ্চিত করছে ইসি। প্রার্থীদের হলফনামায় সীমাবদ্ধতা আছে। সম্পদের বিস্তারিত তথ্য, মামলা সংক্রান্ত বিষয়গুলোয় গুরুত্ব সহকারে খোঁজখবর নেয়া হয়নি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply