ভুয়া সনদ দেখিয়ে বীমা কোম্পানির উচ্চ পদ ভাগিয়ে নিছেন ফজলে করিম!

|

এমবিএ’র ভুয়া সনদ জমা দিয়ে ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী পদ ভাগিয়ে নিয়েছেন মিয়া ফজলে করিম। যমুনা নিউজের অনুসন্ধানে ওঠে এসেছে এমন তথ্য।

প্রসঙ্গত, ওই পদে নিয়োগ পাওয়ার জন্য ২০১৮ সালের ২৬ সেপ্টেম্বর বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) তদন্ত কমিটির কাছে নিজের মাস্টার্স পাশ সংক্রান্ত কোনো তথ্য দেননি ফজলে করিম। কিন্তু এর ঠিক আড়াই মাস পর একই বছরের ১১ ডিসেম্বর হাজির করেন এমবিএ সনদ। যা আইডিআরএ যাছাই-বাছাইও করে। কিন্তু সংস্থাটি কোনো ধরনের সমস্যা খুঁজে পায়নি ওই সনদে।

ফজলে করিমের জমা দেয়া এমবিএ কোর্সের সনদটি ছিল কুমিল্লার সিসিএন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির। যমুনা নিউজকে ওই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, মিয়া ফজলে করিম নামে কেউ-ই শিক্ষাপ্রতিষ্ঠানটির ওই কোর্সের শিক্ষার্থী ছিলেন না।

যদিও এর আগে ফজলে করিম যমুনা নিউজকে জানায়, তিনি ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থী। যখন প্রয়োজন হয়েছে, তখন সার্টিফিকেট তুলেছেন।

মূলত, ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী হতে হলে মাস্টার্স পাশ হতে হবে, এমন শর্তে বিপত্তি বেধেছিলো বীমা কোম্পানিটির ওই পদে মিয়া ফজলে করিমের নিয়োগের সময়।

এ বিষয়ে অভিযোগ খতিয়ে দেখতে ২০১৮ সালে আইডিআরএ-কে চিঠিও পাঠিয়েছিল অর্থ মন্ত্রণালয়।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply