প্রেসিডেন্ট আশরাফ গনিকে হটিয়ে গত বছর পুনরায় আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। এরপর থেকে দেশটিতে বন্ধ আছে বিশ্ববিদ্যালয়গুলো। ছেলে মেয়ে কেউই বিশ্ববিদ্যালয়ে যেতে পারছে না। তালেবান ক্ষমতায় আসায় অনেকেই আশঙ্কা করছেন মেয়েদের হয়তো আর পড়তে দেবে না তারা। তবে আফগানিস্তানের শিক্ষামন্ত্রী আব্দুল বাকি হাক্কানি জানিয়েছেন, মেয়েদেরও পড়ালেখা করার সুযোগ দেয়া হবে।
টাইমফ অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, শিক্ষামন্ত্রী হাক্কানি বুধবার (১২ জানুয়ারি) সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ছেলে ও মেয়েদের আলাদাভাবে ক্লাস করতে হবে। বিশ্ববিদ্যালয় খোলার ব্যপারে আব্দুল বাকি হাক্কানি বলেন, কয়েকদিনের মধ্যে আফগানরা শুনতে পারবে ইসলামিক আমিরাত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেবে।
আরও পড়ুন: দলছুট বাছুরকে না খেয়ে মায়ের কাছে ফিরিয়ে দিলো সিংহী!
দেশটির শিক্ষামন্ত্রী জানিয়েছেন, অর্থনৈতিক সমস্যা ও ছেলে-মেয়েদের জন্য আলাদা ক্লাসের অভাবে বিশ্ববিদ্যালয়গুলো খুলতে সময় লাগছে। তাছাড়া একটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথাও জানান তিনি।
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা জানিয়েছেন, গত কয়েকদিন ধরে তারা অনিশ্চয়তার মধ্যে আছেন। কবে আবার ক্লাসে যেতে পারবেন এ নিয়ে সারাক্ষণ দুশ্চিন্তার মধ্যে থাকেন তারা। শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়গুলো খোলার কথা বললেও তারা নিশ্চিন্ত হতে পারছেন না।কারণ কবে থেকে ক্লাস শুরু হবে এ বিষয়ে কিছু জানানো হয়নি।
/এনএএস
Leave a reply