আইসিটি আইনে আসিফ আকবরের বিচার শুরু

|

ছবি: সংগৃহীত

সংগীতশিল্পী শফিক তুহিনের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে (আইসিটি) দায়ের করা মামলায় আরেক সংগীতশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) ঢাকার সাইবার ট্রাইব্যুনালে বিচারক আস-সামছ জগলুল হোসেন আসিফের বিরুদ্ধে অব্যাহতির আবেদন নামঞ্জুর করে অভিযোগ গঠন করেন। এর মধ্যে দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হল।

জানা যায়, মামলার সাক্ষ্য গ্রহণের জন্য ২৩ জুন দিন ধার্য করা হয়েছে। এ সময় নিজেকে নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করেন সংগীতশিল্পী আসিফ।

এর আগে, গত বছরের ৮ নভেম্বর ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস-সামছ জগলুল হোসেনের আদালতে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হয়। শুনানি শেষে আদালত আদেশের জন্য ৯ নভেম্বর দিন ধার্য করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply