বন্যায় প্লাবিত চীনের সিচুয়ান প্রদেশ। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) একটি বিদ্যুৎকেন্দ্রে প্রাণ হারান কমপক্ষে ৭ জন, এখনও নিখোঁজ রয়েছেন আরও দুজন।
স্থানীয় সময় দুপুরে আকস্মিক বন্যায় ভেসে যায় এলাকাটি। সেসময়ই কেন্দ্রটিতে আটকা পড়েন ১১ জন কর্মী। তাদের মাঝে, দুজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। কাছাকাছি অন্যান্য ভবন এবং যানবাহনও ডুবে যায় বন্যার পানিতে। মহাসড়কে যান চলাচলও বিচ্ছিন্ন হয়ে যায়।
নিখোঁজদের সন্ধানে এখনও চলছে তল্লাশি অভিযান। পাম্পের মাধ্যমে টেনে বের করা হচ্ছে ভেতরের পানি। তবে কিছুটা নিচু এলাকায় বিদ্যুৎ কেন্দ্রটির অবস্থান থাকায় ব্যাহত হচ্ছে উদ্ধার তৎপরতা।
/এডব্লিউ
Leave a reply