রাস্তায় পড়ে থাকা গৃহহীন এক ক্ষুধার্ত বৃদ্ধাকে নিজ হাতে খাওয়ালেন ট্রাফিক পুলিশের এক সদস্য। এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যেমে ছড়িয়ে পড়লে ভাইরাল হয়ে যায়। রোববার ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য তেলেঙ্গানার রাজধানী হায়দরাবাদে এ ঘটনা ঘটেছে।
জানা যায়, পুলিশ সদস্যের নাম বি গোপাল, কুকটপল্লীতেই জওহরলাল নেহরু টেকনোলজিকাল ইউনিভার্সিটির কাছে এক চায়ের দোকানে পরপর দু’দিন এসে বৃদ্ধাকে দেখতে পান গোপাল। চায়ের দোকানদারের থেকে জানতে পারেন, বৃদ্ধার ছেলে তাঁকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তারপর থেকেই বৃদ্ধার ঠাঁই হয়েছে রাস্তায়। পরে নিজেই এই বৃদ্ধার দেখাশুনা করে ও নিজহাতে খাওয়ালেন।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারকারীদের পাশাপাশি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নৈনী নরসিমা রেড্ডিও ট্রাফিক পুলিশ সদস্যের ব্যাপক প্রশংসা করেছেন।
পরে জেল কর্তৃপক্ষের সহযোগিতায় বৃদ্ধাকে চেরলপল্লীতে ‘আনন্দাশ্রম’ নামের একটি বৃদ্ধাশ্রমে স্থানান্তর করা হয়েছে।
Leave a reply