টানা দ্বিতীয় দিনের মতো বিশ্বজুড়ে সাড়ে ৩১ লাখের বেশি মানুষের শরীরে মিললো করোনাভাইরাস। ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনার প্রকোপে ৭ হাজারের ওপর মানুষ মৃত্যুবরণ করলেন। বিশ্বজুড়ে ৩২ কোটি ছাঁড়ালো করোনায় আক্রান্তের সংখ্যা।
দৈনিক মৃত্যু ও সংক্রমণের শীর্ষে এখনো যুক্তরাষ্ট্র। দেশটিতে আরও ৭ লাখ ৮৭ হাজার মানুষের দেহে মিললো ভাইরাসটি। এদিন মার্কিন মূলুকে প্রাণ হারান ১৯শ’র মতো মানুষ। ফ্রান্সে টানা তৃতীয় দিনের মতো শনাক্ত হলো তিন লাখের ওপর সংক্রমণ।
স্পেন, ব্রিটেনে এক থেকে দু’লাখের কাছাকাছি সংক্রমণ শনাক্ত হয়েছে একদিনে। এর বাইরে আর্জেন্টিনার এক লাখ ২৮ হাজার মানুষের শরীরে মিললো করোনা। এদিন রাশিয়ায় ৭৪০, ব্রিটেন ও ইতালিতে তিন শতাধিক মৃত্যু রেকর্ড করা হয়।
Leave a reply