বান্দরবানে খোলা আকাশের নিচে ৭০ পরিবার, পাশে দাঁড়িয়েছে ‘স্মাইল মোর’

|

প্রায় ৮ মাস ধরে খোলা আকাশের নিচে বাস করছে বান্দরবানে তালুকদার পাড়া গ্রামের ৭০টি পরিবার। আগুনে পুড়ে যাওয়া ঘর এখনও নির্মাণ করতে পারেনি হতদরিদ্র এসব মানুষ। মানবেতর জীবনযাপনের খবর পেয়ে ‘স্মাইল মোর’ নামে ঢাকার একটি স্বেচ্ছাসেবী সংগঠন পাশে দাঁড়ালেও এগিয়ে আসেনি আর কেউ।

বান্দরবানে রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের তালুকদার পাড়ার ৭০টি ঘর পুড়ে ছাই হয়ে যায় গত বছরের ১৭ মে। ৮ মাস পরও ঘর নির্মাণ করতে পারেনি কেউ। বাধ্য হয়ে কেউ গাছের নিচে ঝুপড়িতে, কেউ পাশের গ্রামে আত্মীয়ের বাড়িতে মানবেতর জীবনযাপন করছেন। দরিদ্র এসব মানুষের চরম দুর্দশা দেখে ঢাকা থেকে ছুটে যায় ‘স্মাইল মোর’। ক্ষতিগ্রস্থদের হাতে তুলে দেয় ত্রাণ সহায়তা।

শুধু বান্দরবান নয়, দেশের যে কোনো প্রান্তে অসহায় মানুষের খবর পেলেই ছুটে যান স্মাইল মোরের ১৩০ জন স্বেচ্ছাসেবী, যাদের বেশিরভাগই শিক্ষার্থী। টিফিনের টাকা জমিয়ে এবং বিভিন্নজনের দেয়া অনুদানের অর্থ তুলে দেন ক্ষতিগ্রস্থদের হাতে।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply