এক নম্বর টেনিস তারকা নোভাক জোকোভিচের অস্ট্রেলিয়ান ভিসা নিয়ে জটিলতা নতুন মোড় নিলো। দ্বিতীয়বারের মতো তার ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া সরকার।
আগামী সোমবার (১৭ জানুয়ারি) থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ান ওপেনে জোকোভিচের অংশগ্রহণ অনেকটাই অনিশ্চিত হয়ে পড়লো ভিসা বাতিলের ঘটনায়। শুক্রবার (১৪ জানুয়ারি) অস্ট্রেলিয়ার অভিবাসন মন্ত্রী এই সার্বিয়ান তারকার ভিসা বাতিলের সিদ্ধান্ত জানান। শনিবার জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডাকা হয়েছে অভিবাসন কার্যালয়ে। অবশ্য, ভিসা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ থাকছে জোকোভিচের।
করোনার টিকাগ্রহণ নিয়ে জটিলতায় গত সপ্তাহে প্রথম দফায় শীর্ষ বাছাই নোভাক জোকোভিচের ভিসা বাতিল করে অস্ট্রেলিয়া। তবে, আদালতের হস্তক্ষেপে দেশটিতে থাকার অনুমতি পান তিনি। গণমাধ্যম বলছে, এবার ভিসা বাতিল হলে আগামী তিন বছর অস্ট্রেলিয়ায় ঢুকতে পারবেন না জোকোভিচ।
আরও পড়ুন: জোকোভিচের ভিসা জটিলতায় পেছালো অস্ট্রেলিয়ান ওপেনের ড্র
Leave a reply