নতুন করে আরও ১৩শ’ চীনা পণ্যের ওপর ২৫% শুল্ক আরোপের ঘোষণা দিলো ওয়াশিংটন। মঙ্গলবার হোয়াইট হাউজ থেকে জানানো হয় এই ঘোষণা।
প্রাথমিক ভাবে প্রকাশিত তালিকায় এসব পণ্যের মধ্যে টেলিভিশন, মোটরসাইকেল ও চিকিৎসা সরঞ্জাম রয়েছে বলে জানা গেছে। দু’দেশের বাণিজ্য যুদ্ধের সবশেষ সংস্করণ এই শুল্ক বৃদ্ধির ঘোষণা।
সোমবার ১২৮ মার্কিন পণ্যের ওপর চীনের শুল্ক বৃদ্ধির পাল্টা জবাব হিসেবেই এ পদক্ষেপ নিলো ট্রাম্প প্রশাসন এমনটাই ধারণা করা হচ্ছে। নতুন করে ঘোষিত পণ্যগুলোর মাধ্যমে যুক্তরাষ্ট্র চীনের সাথে বার্ষিক ৫ হাজার কোটি ডলারের বাণিজ্য করে।
মার্কিন বাণিজ্য বিভাগের পক্ষ থেকে বলা হয় দেশের অর্থনীতিকে রক্ষা ও চীনা পণ্যের বাজার দখল ঠেকাতেই নেয়া হলো এ পদক্ষেপ
Leave a reply