চীনের সাথে স্বাক্ষরিত ২৫ বছর মেয়াদি চুক্তির বাস্তবায়ন শুরুর ঘোষণা দিয়েছে ইরান। বেইজিংয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সাথে বৈঠক শেষে এই ঘোষণা দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান।
মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে গত বছরের মার্চে ২৫ বছর মেয়াদি কৌশলগত অংশিদারিত্বের চুক্তি সই করে তেহরান-বেইজিং। যার আওতায় দু’দেশ অবকাঠামো, অর্থনৈতিক ও রাজনৈতিক ইস্যুতে একসাথে কাজ করবে।
এই চুক্তির ফলে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে যুক্ত হবে ইরান। পূর্ব এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত পণ্য পৌঁছানোর জন্য চীন এই বিশাল প্রকল্প হাতে নিয়েছে। এছাড়া, চুক্তির আওতায় ইরান ও চীনের মধ্যে সামরিক, কূটনৈতিক এবং বাণিজ্যিকখাতে সম্পর্ক আগের চেয়ে ঘনিষ্ঠ হবে।
এসজেড/
Leave a reply