নির্বাচনে পরীমণির ‘না’, কারণ হিসেবে যা জানালেন

|

পরীমণি। ছবি: সংগৃহীত।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমণি। চলতি মাসের ২৮ তারিখ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭তম নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই নির্বাচনে ইলিয়ান কাঞ্চন-নিপুন প্যানেল থেকে কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্ধিতা করার জন্য মনোয়ন পত্র জমা দিয়েছিলেন এই অভিনেত্রী।

কিন্তু শনিবার (১৫ জানুয়ারি) দুপুরে হুট করে ঘোষণা দেন নির্বাচন থেকে সরে যাওয়ার বিষয়ে। কারণ হিসেবে জানান, মা হতে যাওয়ায় শারীরিক অবস্থা ভালো না। চিকিৎসক পুরোপুরি বিশ্রাম নেয়ার পরামর্শ দিয়েছেন জানিয়ে এই নায়িকা বলেন, অনাগত সন্তানের কথা ভেবে আমি কোনো ঝুঁকি নিতে চাচ্ছি না। তাই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে দেশের চলচ্চিত্রাঙ্গন এখন বেশ সরগরম। এই নির্বাচনে ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলের বিপরীতে আছে মিশা সওদাগর-জায়েদ খান এর প্যানেল।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply